About Us



About Us
HR IT একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান, যেখানে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমরা ক্লায়েন্টদের জন্য তৈরি করি দক্ষ, কার্যকর ও সৃজনশীল ডিজিটাল সেবা। আমাদের মূল সেবাগুলোর মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, কাস্টম সফটওয়্যার তৈরি, এবং রেজাল্ট-ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। তবে এখানেই শেষ নয় — প্রযুক্তি শিক্ষাকে সবার কাছে সহজলভ্য করতে আমরা পরিচালনা করি বিভিন্ন প্রফেশনাল আইটি কোর্স, যা অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই করা যায়। আমাদের কোর্সগুলো বাস্তবভিত্তিক ও আপডেটেড, যা শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে সহায়তা করে। আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিকে সবার জন্য সহজ, কার্যকর করে তোলা।
Our History
HR IT-এর যাত্রা শুরু হয় একটি স্বপ্ন ও লক্ষ্যকে কেন্দ্র করে — আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্মত আইটি সেবা প্রদান করা। প্রতিষ্ঠার শুরুতে ছোট পরিসরে কাজ শুরু করলেও, গুণগত মান ও নির্ভরযোগ্যতার কারণে অল্প সময়েই আমরা ক্লায়েন্টদের আস্থা অর্জন করতে সক্ষম হই।
Our Mission
HR IT-এর মূল লক্ষ্য হলো— প্রযুক্তিকে ব্যবহার করে ব্যক্তিগত, ব্যবসায়িক ও শিক্ষাগত উন্নয়নে সহায়তা করা। আমরা বিশ্বাস করি, সঠিক প্রযুক্তি ব্যবহার মানুষের জীবনকে সহজ ও কার্যকর করতে পারে। আমাদের মিশনকে ঘিরে রয়েছে কয়েকটি মূল উদ্দেশ্য: মানসম্মত ডিজিটাল সেবা প্রদান। আইটি শিক্ষা সহজলভ্য করা। সৃজনশীলতা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া। স্থানীয় ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা।
Who We Are
HR IT একটি উদ্ভাবনী ও দক্ষ আইটি প্রতিষ্ঠান, যা ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার সমাধান, ডিজিটাল মার্কেটিং এবং প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণে বিশেষজ্ঞ। আমরা একদল মেধাবী, অভিজ্ঞ ও প্রযুক্তিপ্রেমী মানুষ — যারা সর্বদা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্লায়েন্টদের জন্য তৈরি করি মানসম্পন্ন ও কাস্টমাইজড ডিজিটাল সেবা।